হার মেনে নিলেন শ্রমিকনেতা ফলিক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ৮:২০:৫৫ অপরাহ্ন
সিলেট জে লা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ্নির্বাচনের ফলাফল মেনে নিলেন শ্রমিক নেতা সেলিম আহম দ ফলিক। ভোট পুনঃগননায়ও ফলাফল পরিবর্তন হয়নি বিধায় তিনি ফলাফল মেনে নিয়ে স্বাক্ষরপত্রে স্বাক্ষর করেছেন। এনিয়ে সিলেট পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংঘটনের নির্বাচন গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) অনেকটা সফল্ভাবেই সমাপ্ত হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে সেলিম আহম দ ফলিককে পরাজিত করে বিজয়ী হন ময়নুল ইস লাম। তবে নিজের পরাজয় এবং নির্বাচনের এমন ফলাফল মেনে নেননি সেলিম আহম দ ফলিক মিয়া। তিনি নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট ফি জমা দিয়ে মঙ্গলবার (২ ফে
মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি ও তার প্রতিনিধিদের সামনে শুরু হয় সভাপতি পদের ভোট পুনগণনা। দ্বিতীয়বার গনণায়ও সমান ভোটেই পরাজিত হয়েছেন সেলিম আহম দ। সভাপতি পদে তিনি পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট আর বিজয়ী প্রার্থী ময়নুল ইস লাম পেয়েছেন ৩ হাজার ৯৩৮ ভোট।