ব্রাজিল ছেড়ে আ মেরিকার পথে অ ভিবাসীরা- কর্মী সংকটে মু সলিম হালাল কোম্পানিগুলো
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬:২২ অপরাহ্ন
ব্রাজিলে অবস্থানরত বিদেশি মু সলিম নাগরিকরা এখন আ মেরিকা মুখী।ফলে কর্মী সংকটে পড়বে ব্রাজিলের মু সলিম হালাল ফুড কোম্পানি গুলো। সাম্প্রতিক সময়ে আ মেরিকার নতুন অ ভিবাসন নীতিকে ফলো করে দক্ষিণ আ মেরিকার দেশ ব্রাজিল থেকে হাজার হাজার বিদেশি শরণার্থী এখন আ মেরিকা মুখী । আর ব্রাজিলে যেসকল হালাল মুরগি ও গরু কোম্পানিগুলো রয়েছে , বলা চলে সবগুলো হালাল কোম্পানিতে ব্রাজিলে অবস্থানরত বিদেশি অ ভিবাসী মু সলিম নাগরিকরাই কাজ করে থাকেন । কারণ হালাল কোম্পানিগুলো সাধারণত তদারকি করে আরব দেশগুলো ।
কোন খৃষ্টান বা ইহুদি যদি মুরগি বা গরু জবাই করে তাহলে সেইগুলোকে হালাল বলা যাবে না । সেই জন্য এই কোম্পানি গুলোতে সাধারণত বিদেশি মু সলিম নাগরিকদের চাকুরী দিয়ে থাকেন । ২০২১ সালের জানুয়ারি মাসে প্রচুর বিদেশি নাগরিক আ মেরিকার পথে পা বাড়িয়েছেন । সূত্র মতে ফেব্রুয়ারি মাসে অবশিষ্ট বিদেশীরাও আ মেরিকার পথে পা বাড়াতে পারেন । যদি তাই হয় সেই ক্ষেত্রে শ্রমিক সংকটে পড়বে হালাল কোম্পানিগুলো । বিশেষজ্ঞদের মতে সেই সুবাদে হয়তো জবাই সেকশন বা হালাল সেকশনগুলোতে শ্রমিকদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণ আ মেরিকা থেকে প্রতিনিয়ত দালালদের মাধ্যমে আ মেরিকার পথে পা বাড়ায় প্রতিদিন কোন না কোন বিদেশি ।
তারা এও জানে যাত্রাপথে তাদের মৃ ত্যু হতে পারে । তা জেনেও অজানা গন্তব্যে পা বাড়ায় বিভিন্ন দেশের বিদেশি অ ভিবাসী নাগরিকরা । সাম্প্রতিক সময়ে আ মেরিকার যাত্রাপথে পানামা জঙ্গলে প্রা ণ হারিয়েছেন অনেক অ ভিবাসী । করো নাকালীন সময়ে দীর্ঘদিন এই অ বৈধ পথ বন্ধ ছিল।
কিন্তু বর্তমানে আ মেরিকায় নতুন প্রেসিডেন্ট আসার পর থেকে ব্রাজিল সহ দক্ষিণ আ মেরিকার সকল দেশ থেকে অ ভিবাসী নাগরিকরা এখন স্বপ্নের দেশ আ মেরিকার পথে যাত্রা শুরু করেছে ।
তারা নিজেরাও জানেনা শেষ সময়ে তাদের পরিণতি কী হতে পারে।