ইউরোপ থেকে বহির্গামি ভ্রমন সীমিত করার সিদ্ধান্ত ফ্রান্সের
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:২৯:০৬ অপরাহ্ন
ইউরোপের বাইরে থেকে ফ্রান্সগামী সকল ফ্লাইট বন্ধের পর এবার ফ্রান্স থেকে ইউরোপের বাইরে যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এমন কি এ সিদ্ধান্ত নেয়ার সাথে সাথে গতকাল মধ্যরাতে প্যারিস ছাড়তে চাওয়া যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়েছে বিমানবন্দর থেকে। ফ্রান্স ছেড়ে ইউরোপের বাইরে ভ্রমনের নির্দিষ্ট বেঁধে দেয়া কারণ সমূহের যে কোনো একটি না থাকলে কাউকে ফ্রান্স ছাড়তে দেয়া হবে না বলে জানিয়েছে ফ্রান্স পু লিশ।
গত শুক্রবার প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স কোভিডের নতুন স্ট্রেইন সংক্রমন থেকে রক্ষায় লকডাউনের বদলে কঠোর কারফিউ সহ নতুন নির্দেশনা দেয়ার কয়েকদিন পর এ সিদ্ধান্ত নেয়া হল।
ভ্রমন সীমিত করার মাধ্যমে করো নাভাই রাসের সংক্রমনের লাগাম চেপে ধ রা যাবে বলে আশা করছে ফ্রেঞ্চ সরকার। শুধুমাত্র উল্লেখিত জরুরী কারণ ছাড়া কেউ ভ্রমন করতে পারবেন না বলে জানানো হয়েছে।
ইউরোপের বাইরে জরুরী ভ্রমনের জন্য বেঁধে দেয়া গ্রহনযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছেঃ
– নিজ পরিবারের সদস্য তথা বাবা-মা ও তাদের বাবা-মা, সন্তান অথবা ভাই-বোনের মৃ ত্যু বা ম রণাপন্ন অবস্থা হলে। এ ক্ষেত্রে ডাক্তারের সুপারিশ/সনদ দেখাতে হবে।
– জে ল-হাজতে থাকা বাবা-মা কে দেখতে যাওয়া যাদের দেখতে যাওয়ার ব্যাপারে ভ্রমনকারী সন্তানের অধিকার আছে। এ ক্ষেত্রে আ দালতের চিঠি ও ঠিকানার প্রমাণ দিতে হবে।
– অ ত্যন্ত বৃদ্ধ, অ সুস্থ বা পঙ্গু কাউকে সাহায্যার্থে দেখতে যাওয়া। এ ক্ষেত্রে ভ্রমনকারীর সাথে স ম্পর্ক ও সাহায্যপ্রার্থীর অবস্থার সনদ দেখাতে হবে।
– আ দালতে বা বিচারে হাজিরা দেয়ার জন্য যেতে হলে আ দালতের শমন দেখাতে হবে।
– আইনী বা অর্থনৈতিক কারণ। যেমন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া।
– নিরাপত্তাজনিত কারণের ক্ষেত্রে সুরক্ষার নির্দেশ দেখাতে হবে।
– ছাত্রদের পড়া শেষ হয়ে গেলে কিম্বা বাইরে পড়তে যেতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের নথি দেখাতে হবে।
– ৩১শে জানুয়ারীর আগে শুরু করা ভ্রমনকারীরা তাদের আবাসস্থলে ফিরতে পারবে। শর্তানুযায়ী আবাসস্থলের ঠিকানার প্রমানাদি ও বিমান টিকেট দেখাতে হবে।
-চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত কারণ সমূহের জন্য ভ্রমন করতে চাইলে ডাক্তারের চিঠি ও হাসপাতা লের এপয়েন্টমেন্ট দেখাতে হবে। প্রয়োজনে একজন সাথী হতে পারবেন।
– ফ্রান্সের বাইরে কর্ম রত চাকুরীজীবিরা যদি দূর থেকে কাজ করতে না পারেন, তাহলে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চিঠি দেখাতে হবে ভ্রমণের জন্য।
– কোভিড-নাইন্টিন মোকাবেলায় পেশাজীবী স্বাস্থ্যকর্মীরা তাদের আইডি কার্ড দেখিয়ে ভ্রমন করতে পারবেন।
– কুটনৈতিক মিশনের কর্মক র্তাগণ দেশের কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি বা আদেশপত্র দেখিয়ে ভ্রমন করতে পারবেন।
– উচ্চস্তরের পেশাদার ক্রীড়া সংক্রান্ত ইভেন্টে অংশগ্রহন করতে হলে ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি ও পেশা প্রমানে আইডি কার্ড দেখাতে হবে।
– ভ্রমনের জন্য বাধ্যতামূলক ডকুমেন্টের লিস্ট দেখতে ক্লিক করুন এখানে।
সকল ভ্রমণকারীকেই ভ্রমনের পূর্বে ৭২ ঘন্টার মধ্যে নেয়া কোভিড নেগেটিভ সনদ বহন করতে হবে। সেই সাথে নির্দিষ্ট ফর্মে ঘোষনা দিতে হবে এই ম র্মে যে, এর আগের ১৪ দিনে তারা কোভিড আ ক্রান্ত কারো সংস্প র্শে যান নি। ফেরার পথেও একই শর্ত মেনে ফিরতে হবে।
এ ছাড়াও উল্লেখিত শ্রেনীর ভ্রমনকারীরা ফিরতি পথে কোভিড পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৭ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে হবে, এবং সাত দিন পর তাদের আবারও পরীক্ষা করা হবে ও প্রয়োজন হলে আইসোলেশনে পাঠানো হবে।
বিমানবন্দরে পৌঁছেই প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র চেক ইনের সময় এয়ারলাইন্সের কাউন্টারে দেখাতে হবে, তারপর আবার বর্ডার কন্ট্রোলে দেখাতে হবে যাতে অ তিরিক্ত সময় লাগতে পারে।
সম্প্রতি একজন মালি নাগরিক মায়ের অ সুস্থতার কথা বলে ফ্রান্স ছাড়তে চেষ্টা করলে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। কিন্তু তা না থাকায় তাকে সংশ্লিষ্ট হাসপাতা লের ডাক্তারের সাথে যোগাযোগের পর তাকে এ বারের মত ছাড় দেয়া হলেও এ রকম ক্ষেত্রে হাতে লেখা চিঠি ও ঘোষণাপত্র লাগবে এখন থেকে বলে জানানো হয় এএফপি’র সংবাদে।
ভ্রমন সীমিত করার পাশাপাশি বৃটেন ও জার্মানীর মত প্রতিবেশী রুটও এড়িয়ে চলার জন্য এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দিয়েছেন ফরাসী প্রধানমন্ত্রী।