সিলেটে এবার অসামাজিক কার্যকলাপের দায়ে ৬জন আটক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:৩২:৫৪ অপরাহ্ন
সিলেট নগরীর লালবাজারস্থ হোটেল আল মিনার থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬জনকে আ ট ক করেছে সিলেট মেট্রোপলিটন পু লিশের ডিবি পু লিশ ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে অ ভিযান চালিয়ে তাদের আ ট ক করা হয়।
আ ট ককৃতরা হচ্ছেন- সিলেটের বিয়ানীবাজার উপজে লার সানেশ্বর গ্রামের মৃ ত অম্বিকা চরন দাসের ছে লে বিবেকান্দ দাস বিবেক (৫২), সুনামগঞ্জ জে লার দক্ষিণ সুনামগঞ্জ উপজে লার সদর ডুঙ্গরিয়া গ্রামের আব্দুস শহীদের ছে লে মনির আলম (৩৫), একই উপজে লার মোকারগাঁও-এর আব্দুল বারিকের ছে লে আঙ্গুর মিয়া (৩১) ও সুনামগঞ্জ সদর থা নার টুক দিরাই গ্রামের মৃ ত রফিক উল্লাহর ছে লে মো. তাহিদুল হক (২৮)।
ডিবির ইন্সপেক্টর সৌমেনের নেতৃত্বে এ অ ভিযান চালানো হয়। আ ট ক ৪ জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। লালবাজারের ব্যবসায়ীরা জানান, এ হোটেলে দীর্ঘ দীন যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো।