লন্ডনে ট্যাক্সি চালককে গুলি করে হত্যা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১:৪৩:১৩ অপরাহ্ন
বার্মিংহামের এক ট্যাক্সি চালকে রাস্তায় গু লি করা হলে তিনি হাসপতা লে মৃ ত্যু বরণ করেন। রবিবার রাত সাড়ে ১২টায় ডুডলির কুইন্স ক্রসে এই গু লির ঘটনা ঘটে। এতে মোহাম্ম দ হারুন জেব মা রাত্মক আ হত হলে তাকে হাসপাতা লে নেয়া হয়। সেখানেই তার মৃ ত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নি হত মোহাম্ম দ হারুন জেব এর সেদিন জন্ম দিন ছিলো। মৃ ত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯ বছর। তার ৪ সন্তান রয়েছে। তাঁর মৃ ত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পু লিশ কাউকে গ্রে প্তার করতে না পারলেও ত দন্তে গতি বাড়ানো হয়েছে। পু লিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে।