সিলেটে আসলেন আরও ১৪৫ লন্ডনী
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫০:৪৩ অপরাহ্ন
করো না মহামা রির মধ্যে সিলেটে আজও আরো ১৪৫ যু ক্তরাজ্য প্রবাসী সিলেট এসেছেন। তাদেরকে সিলেট নগরীর বিভিন্ন হোটেলে প্রাতিষ্টনিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টায় বাংলাদেশ বিমান (BG-202) যোগে লন্ডন থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সে নাবাহিনী এবং পু লিশের তত্ত্বাবধায়নে সকল যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর থেকে পর্যায়ক্রমে নগরীর ৯টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে প্রেরন করা হয়।
এদের মধ্যে, হোটেল ব্রিটেনিয়ায় ২৬ জন, হোটেল অনুরাগে ১৬ জন, হোটেল নূরজাহান ১৩ জন, হোটেল হলিগেটে ৪৫ জন, হোটেল হলি সাইডে ৬ জন, হোটেল স্টার প্যাসিফিকে ৭ জন, হোটেল লা রোজে ২০ জন, হোটেল লা ভিস্তায় ৮ জন, হোটেল রেইন বো গেষ্ট লো হাউজে ৪ জন উঠেছেন।