জানা নেই কখন স্বাভাবিক হবে সিলেটের রেল যোগাযোগ
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৫:৪৬ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জের মা্ইজগাওয়ে তেলবাহি একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। শুক্রবার বেলা ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইনচ্যুত হওয়া বগিগুলো উ দ্ধার কাজ শেষ হয়নি। ফলে প্রায় ১৪ ঘন্টা ধরে রেলপথে বিচ্ছিন্ন রয়েছে সিলেট। দুপুর পর্যন্ত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
কখন নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হবে এ ব্যাপারে সংশ্লিস্টরা নিশ্চিত করো কিছু বলতে পারেননি। তবে উ দ্ধার কাজ শেষ হতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন তারা।
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইন সংস্কার করে বগি উ দ্ধারের পর সচল হবে রেলযোগযোগ। উ দ্ধারকাজ আজকে শেষ নাও হতে পারে, এমনটিও জানিয়েছেন রেলওয়ের একাধিক কর্মী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাওয়ে লাইনচ্যুত হয়ে পড়ে তেলবাহি একটি ট্রেনের ৭টি বগি। গত চার মাসে সিলেট-আখাউড়া রেলপথে এনিয়ে তিনবার তেলাবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরআগে গত নভেম্বরে শ্রীমঙ্গলে ও ডিসেম্বরে মাধবপুরে বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘসময় বন্ধ ছিলো রেল যোগাযোগ।
শুক্রবার মাইজগাওয়ে দুর্ঘ টনাস্থলে যান রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএম) সাদিকুর রহমান। রেল যোগাযোগ স্বাভাবিক হতে ককতক্ষণ সময় লাগতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, রেলওয়ের ৬টি ইউনিটের ২০০ জন কর্মী লাইনচ্যুত বগিগুলো উ দ্ধারে কাজ করছে। উ দ্ধারকারী ট্রেনও সকাল থেকে কাজ করছে। তবে যে জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়েছে সেখানে একটি সেতু রয়েছে। এই সেতুর কারণে উ দ্ধারকাজে কিছুটা সময় লাগছে। সেতুটি যাতে ক্ষতিগ্রস্থ না হয় এজন্য সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, উ দ্ধার কাজ শেষ হতে আরও কয়েকঘন্টা সময় লাগতে পারে। তবে ঠিক কতসময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। উ দ্ধার কাজ শেষ হলেই রেল যোগাযোগ চালু হবে।
এদিকে এই দুর্ঘ টনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি ত দন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
রেলের বিভাগীয় পরিবহন কর্মক র্তা খাইরুল কবরিকে প্রধান করে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, দুর্ঘ টনার কারণে আজ সিলেট থেকে পাহাড়িকা ও জয়ন্তিকা ছেড়ে যায়নি। ঢাকা থেকে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়ায় ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গলে আ ট কা পড়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না।