সুনামগঞ্জে মেঝেতে পড়েছিল স্বামীর র ক্তাক্ত ম রদেহ, দ্বিতীয় স্ত্রী উধাও
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলেক মিয়া (৫০) নামের এক ব্যক্তির র ক্তাক্ত ম রদেহ উ দ্ধার করেছে পু লিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজে লার ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের নিজ ঘরের মেঝে থেকে পু লিশ তার ম রদেহ উ দ্ধার করে।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোররাতের যে কোনো সময়ে হ ত্যাকা ণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পু লিশ। এ ঘটনায় আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগম পলাতক রয়েছেন।
পু লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না টেকুয়া গ্রামের আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী ও এই পক্ষের তিন মেয়ে, দুই ছে লে আলাদা থাকেন। অন্য ঘরে দ্বিতীয় স্ত্রী কে নিয়ে বসবাস করতেন আলেক মিয়া। শুক্রবার দিবাগত রাতে তারা নিজ শয়নকক্ষে ঘুমাতে যান।
শনিবার সকালে আলেক মিয়ার ঘরের দরজা খোলা দেখতে পান পাশের ঘরের লোকজন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা এগিয়ে গিয়ে ঘরের মেঝেতে আলেক মিয়ার র ক্তাক্ত লা শ দেখতে পান। মা থার পাশে একটি র ক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। এসময় তার দ্বিতীয় স্ত্রী কে ঘরে পাওয়া যায়নি। বিষয়টি তার প্রথম পক্ষের সন্তানরা থা নায় অবহিত করেন। খবর পেয়ে পু লিশ ঘটনাস্থলে গিয়ে লা শ উ দ্ধার করে ময়নাত দন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম র্গে পাঠায়।
আলেক মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাগময়না গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় রেনু বেগমের সৎ ভাই সামসু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে রেনু বেগমের সঙ্গে তাদের যোগাযোগ নেই। সে মানসিক ভাবে অ সুস্থ। ইতিমধ্যে তার দুই বিয়ে হয়েছিল।’
জগন্নাথপুর থা নার পু লিশ পরিদর্শক (ত দন্ত) মু সলেহ উদ্দিন বলেন, ‘লা শ উ দ্ধার করে ময়নাত দন্তের জন্য ম র্গে পাঠানোর ব্যবস্হা নেওয়া হয়েছে। এঘটনায় মা মলার প্রস্তুতি চলছে। পু লিশ ঘটনার র হস্য উদঘাটন ও তার দ্বিতীয় স্ত্রী র খুঁজে অ ভিযান চালিয়ে যাচ্ছে।’