ইতালিতে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫২:২৬ অপরাহ্ন
ইতালিতে ইয়াবাসহ দুই বাংলাদেশিকে গ্রে প্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। ৫ ফেব্রুয়ারি দেশটির রাজধানী রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে তাদের গ্রে প্তার করা হয়। তবে তাদর নাম পাওয়া যায়নি।
জানা যায়, দুই বাংলাদেশি বিমানবন্দর থেকে গাড়িতে করে রোমের দিকে যাচ্ছিল এ সময় তাদের তল্লা শি চালিয়ে লাগেজ থাকা ৫ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে গ্রে প্তারকৃতদের তথ্যের ভিত্তিতে তাদের বাসায় অ ভিযান চালিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পু লিশ ফোর্স আরো ৫০০পিস ইয়াবা উ দ্ধার করে।
মা দকদ্রব্য বহনের দায়ে গ্রে প্তারের পর শুক্রবার দুই বাংলাদেশিকে রোমের নিকটবর্তী শহর লাতিনার কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে মা দকদ্রব্য বহনের দায়ে গ্রে প্তার হওয়া বাংলাদেশিদের নিয়ে ইতালিতে থাকা প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছে মা দকদ্রব্য বহনের জন্য দেশটিতে বাংলাদেশিদের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
গত বছর ইতালিতে যাওয়া একটি বিশেষ ফ্লাইটে ২১ জন করো না পজিটিভ শনাক্ত হওয়ার পর দেশটির সংবাদ মাধ্যমে নেতিবাচকভাবে বাংলাদেশের খবর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে করো নাভাই রাস পরীক্ষার ভু য়া সার্টিফিকেট নিয়ে প্রবাসীরা ইতালিতে গেছেন বলে খবরে বলা হয়।