একটি তালাও না ভেঙে ৪ কোটি টাকার সোনা চুরি করলো যেভাবে
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫৫:৫৯ অপরাহ্ন
রাজধানীর রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে অন্তত ৫০০ ভরি সোনা চু’রি হয়েছে। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। এছাড়াও আরো দুটি দোকান থেকে কয়েক লাখ টাকা চু’রি হয়েছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দোকানগুলোর একটি তালাও না ভে’ঙে চুরি করা হয়েছে।শনিবার রাত ২ টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর রোডের সুরক্ষিত ওই শপিং মলের দোতলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজলক্ষ্মী জুয়েলার্সে অন্তত ২২টি তা’লা লাগানো ছিল। তবে চোরেরা এগুলোর একটিও ভা’ঙে’নি। দেখে মনে হচ্ছে সবগুলো তালা চাবি দিয়েই খোলা হয়েছে।
চু’রির আগে শপিং মলের সিসি ক্যামেরাগুলোর লে’ন্স ঢেকে ফে’লা হয়েছে কালো টে’প দিয়ে, যাতে ফলে সিসি ক্যামেরায় চু’রির কোন দৃশ্য ধ’রা পড়েনি।তবে রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার ও তার ছোট ভাই অমিত সাহা জানান, দোকানের ভেতর সিসি ক্যামেরা রয়েছে।
সিসি ক্যামেরার ভিডিও ফু’টেজে দেখা যায়, রাত ২টার দিকে তিনজন মু’খো’শ পরিহিত লোক দোকানের ভেতর প্রবেশ করে। তাদের হাতে শা’বল, স্লা’ইরেঞ্জ, হাতু’ড়ি ছিল। এসব দিয়ে তারা ডিসপ্লে সেল’ফগুলো তছনছ করেছে।
তবে চো’রদের কেউ সোনার ভো’ল্ট বা লকার ভা’ঙতে পারেনি, তাই সেখানকার সোনা অ’ক্ষ’ত আছে। ক্রেতা’দের জরুরি ডেলিভারির জন্য শো-কেসে যতো অলংকার সাজানো ছিল, তার একটিও নেই। সকালে মার্কেটের নিরাপত্তা কর্মীদের ফোন পেয়ে ঘটনাস্থলে যান মহাদেব কর্মকার ও অমিত সাহা।
মার্কেটে গিয়ে দেখতে পান যে, তাদের দোকানের তালাগুলো সামনের মেঝেতে পড়ে আছে। তালাগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। সার্টার ও কলাবসিবল গেট অর্ধেক খোলা দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে।
ভে’ঙে ফেলা হয়েছে ক্যাশ বাক্স। দোকান থেকে ৫০০ ভরি সোনা ও ২ লাখ টাকা নেয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, তারা শপিং মলের কয়েকটি সিসিটিভি ফুটেজ খুঁজে দেখছে কাউকে শনা’ক্ত করা যায় কিনা। এরমধ্যে থেকে যে কয়টি সিসিটিভি ফুটেজে উ’দ্ধার করা গেছে সেগুলো দেখে ধারণা করা হচ্ছে যে অন্তত ৫ থেকে ৭
জন চো’র শপিং মলে প্রবেশ করে এবং এদের মধ্যে দুই তিনজন দোকানের ভেতরে প্রবেশ করে লু’টপা’ট চালায়। তবে বিপণী বিতানের ভেতরে ও বাইরে যেখানে দুই স্তরের ২৪ ঘণ্টার নিরাপ’ত্তা থাকে সেখানে এমন চু’রি’র ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। চু’রির ঘটনায় একটা মা’ম’লা দা’য়ের করা হয়েছে।