নিজ এলাকায় স্বাস্থ্যসচিবকে অবাঞ্চিত ঘোষণা, ওসি প্রত্যাহার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১:১৭:৩২ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হা মলা চালানোর পর এবার সচিবকে তাঁর নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কটিয়াদী ডিগ্রি কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্য সচিবের বাড়িতে হা মলার ঘটনায় নেতাকর্মীদের নামে মা মলায় দেয়ার প্রতিবাদে বি ক্ষোভ মিছিল করে উপজে লা আওয়ামী লীগ। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজে লা আওয়ামী লীগের প্রতিবাদ সভা থেকে স্বাস্থ্যসচিবকে কটিয়াদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
কটিয়াদী ডিগ্রি কলেজের প্রধান ফট কের সামনে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন উপজে লা আওয়ামী লীগের ভা রপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ। পরে এই ঘটনায় দায়ের হওয়া মা মলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ানোর প্রতিবাদে মিছিল হয়। মিছিলটি থা না ভবনের সামনে গিয়ে শেষ হয়। স্বাস্থ্যসচিবকে বিষোদ্গার করে সভায় বক্তব্য দেন উপজে লা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কা মাল হোসেন, গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন প্রমুখ।
এদিকে স্বাস্থ্যসচিবের গ্রামের বাড়িতে হা মলার ঘটনার পর থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন ও অর্থ বিভাগের অ তিরিক্ত মহাপু লিশ পরিদর্শক (অ তিরিক্ত ডিআইজি) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশের কপিটি আজ রোববার দুপুরে কটিয়াদী থা নায় এসে পৌঁছায়। হোসেনপুর সার্কেলের সহকারী পু লিশ সুপার সোনাহর আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
পু লিশ সূত্র জানায়, আদেশের কপিতে ওসিকে প্রত্যাহার করার ব্যাপারে বিশেষ কোনো কারণ উল্লেখ করা না হলেও মূলত স্বাস্থ্যসচিবের বাড়িতে হা মলা ঠেকানোর ব্যর্থতার কারণে কটিয়াদী থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) এম এ জলিলকে শা স্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসিকে প্রত্যাহারের ঘটনায় পু লিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, সকালে জলিলকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়েছে।
স্বাস্থ্য সচিবের বাড়িতে হা মলা-ভাঙচুরের ঘটনায় গতরাতেই কটিয়াদী থা নায় আলাদা দু’টি মা মলা হয়েছে। সরকারি কাজে বাধা ও হা মলার অ ভিযোগে সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে একটি মা মলা করেছেন। এ মা মলায় এজাহারভুক্ত আ সামি করা হয়েছে চারজনকে। এছাড়া অ জ্ঞাতনামা আ সামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে। অন্য মা মলা টি করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী আতিকুর রহমান। এ মা মলাতে এজাহারভুক্ত আ সামি না থাকলেও অ জ্ঞাতনামা আ সামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে। গেল রাতেই অ ভিযান চালিয়ে পু লিশ তিনজনকে গ্রে প্তার করেছে।
প্রসঙ্গত, করো নায় আ ক্রান্ত হয়ে মা রা যাওয়া স্ত্রী র নামে নিজেদের জায়গায় স্যাটেলাইট ক্লিনিক নির্মাণ করছেন স্বাস্থ্য সচিব। ক্লিনিকে যাওয়া-আসার জন্য একটি সড়কও নির্মাণ করছেন সচিব। এসব জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিরোধ হয় স্বাস্থ্য সচিবের। এসব বিষয় নিয়ে কিছুদিন ধরেই উত্তে জনা চলছিলো।