সিলেটে নিয়ন্ত্রণহীন ট্রাক খালে, চালক-হেলপার নিহত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৪:১৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে দামড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নি হত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজে লার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘ টনাটি ঘটে।
নি হতরা হলেন, ট্রালচালক জৈন্তাপুর উপজে লার নিজপাট এলাকার এবাদুর রহমান ও হেলপার গোয়াইনঘাট উপজে লার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।
জৈন্তাপুর থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃ ত্যু হয়। এদিকে মাটি কা টার কাজে ব্যবহৃত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তে পারে, এমন ধারনা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ম রদেহ দুটি উ দ্ধার করে হাসপাতাল ম র্গে পাঠানোও হয়েছে। বর্তমানে দুর্ঘ টনা কবলিত ট্রাকটি উ দ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।