সিলেটে সালিশ থেকে ফেরার পথে খুন হলেন ইন্তাজ আলী
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৫:২৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে সালিশ বৈঠক শেষ করে ফেরার পথে ছু রিকাঘাতে ইন্তাজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নি হত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজে লার পশ্চিম ইস লামপুর ইউনিয়নের গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে। নি হত ইন্তাজ আলী গুচ্ছগ্রামের মৃ ত্যু ইউনুস আলীর ছে লে।
এ ঘটনায় একজনকে আ ট ক করেছে পু লিশ। আ ট ক ব্যক্তির নাম আরজ আলী। তাকে আ ট কের পর বিক্ষোব্দ জনতা আ ট ক যুবকের উপর হা মলাচালতে চেষ্টা করেন। এসময় পু লিশের কঠোর চেষ্টায় তাকে থা নায় নিয়ে আসা হয়।স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী র পারিবারিক সমস্যা নিরসন করে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষ করে ফেরার পথে সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছে লে আরজ আলী নামের এক যুবক ইন্তাজ আলীকে ছু রিকাঘাত করলে তিনি গুরুতর আ হত হন। এ সময় তাঁকে উ দ্ধার করে কোম্পানীগঞ্জ উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ ত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) কেএম নজরুল ইস লাম বলেন, এ ঘটনায় অ ভিযু ক্ত আরজ আলীকে আ ট ক করা হয়েছে। আর নি হতের ম রদেহের ময়নাত দন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে বলেও জানান ওসি।