নামাজরত মেয়ের গলায় ছুরি বসালেন মা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২১, ২:২৪:৫১ অপরাহ্ন
রংপুরের বদরগঞ্জে গলাকে টে মে য়েকে হ ত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানব ন্দি দিয়েছেন মা নুরনাহার বেগম। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ আমলি আ দালত-৪ বিচারক আল-মেহবুব তার জবানব ন্দি রেকর্ড করেন।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মাহবুবা আক্তার মেরি নামে দশম শ্রেণির এক শিক্ষাথীর গলাকা টা ম রদেহ উ দ্ধার করে পু লিশ। নি হত মেরি উপজে লার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর এলাকার মেনহাজুল হকের মে য়ে এবং স্থানীয় ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মেনজাজুল হক ও নুরনাহার বেগমকে আ ট ক করে পু লিশ। এরপর বেলা ১১টার দিকে মেরির চাচা জিয়াউর রহমান অ জ্ঞাতনামা ব্যক্তিদের বি রুদ্ধে মা মলা করেন। পরে আ দালতে স্বীকারোক্তিমূলক জবানব ন্দি দেন নুরনাহার বেগম।
ঘটনার সময় নি হত মেরির মা নুরনাহার বলেছিলেন, ‘শোয়ার ঘরে মে য়ের চি ৎকার শুনে সেখানে গিয়ে দেখি গলা দিয়ে র ক্ত ঝরছে। কিছুক্ষণ পর মে য়েটা নিস্তেজ হয়ে যায়। আমা র মে য়ের মৃগী রোগের কারণে ছোট বেলা থেকে অ সুস্থ। এ কারণে সে আত্মহ ত্যা করতে পারে।’
আ দালতের জিআরও আব্দুল লতিফ জানান, ‘নুর নাহার আ দালতে স্বীকার করেছেন, মেরি যখন এশার নামাজ পড়ছিল, তখন পেছন থেকে এসে গলায় ছু রি মা রেন।’
মা মলার ত দন্ত কর্মক র্তা বদরগঞ্জ থা নার পরিদর্শক (ত দন্ত) আরিফ আলী বলেন, ‘মে য়েটি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল। অনেকের ধারণা পারিবারিক অশান্তির কারণে তাকে কৌশলে গলাকে টে হ ত্যা করা হয়েছে। আম রা বিষয়টি নিখুঁতভাবে ত দন্ত করছি।’
বদরগঞ্জ থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ম রদেহ উ দ্ধারের পর ময়নাত দন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতা লে পাঠানো হয়েছে। ঘটনাটি স ন্দেহ জনক হওয়ায় মেরির বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থা নায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মে য়েকে গলাকে টে হ ত্যার কথা স্বীকার করেন নুরনাহার বেগম। তাকে আ দালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানব ন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।’