সন্ধ্যার পর শিক্ষার্থীরা আড্ডা দিতে দেখলেই আইনি ব্যবস্থা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২১, ৩:১০:০২ অপরাহ্ন
শিক্ষার্থীদের সন্ধ্যার পর পাড়া-মহল্লায় আড্ডা দিতে দেখলেই আইনি ব্যবস্থা নেবেন পু লিশ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরে অ ভিযান চালিয়ে ৪৭ জন কি শোরকে আ ট ক করা হয়েছে।
পাড়া-মহল্লায় কি শোর গ্যাংয়ের অ ত্যাচারে অ তিষ্ঠ এলাকার মানুষ। কিছু কি শোর নিজেরা আড্ডা দিয়ে অ প রাধ ও মা দকের সঙ্গে জড়িয়ে পরছেন। চাঁদপুর মডেল থা নার ওসি মুহাম্ম দ আবদুর রশিদের নেতৃত্বে মডেল থা না-পু লিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অ ভিযান পরিচালনা করে।
অ প রাধ প্রতিরোধ ও মা দকবিরোধী অ ভিযান শেষে চাঁদপুর মডেল থা নার ভা রপ্রাপ্ত কর্মক র্তা (ওসি) মুহাম্ম দ আবদুর রশিদ বলেন, পু লিশ সুপারের নির্দেশে চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে অ ভিযান শুরু হয়ে ৫ নম্বর কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লি, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, মিশন রোড বালুর মাঠ ও ট্রাক রোডে এই অ ভিযান পরিচালিত হয়।
ওসি মুহাম্ম দ আবদুর রশিদ বলেন, চাঁদপুরে পাড়া-মহল্লায় সন্ধ্যার পর কোনও শিক্ষার্থীকে পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরবাসীকে কি শোর গ্যাংমুক্ত এলাকা উপহার দেওয়ার কথাও বলেন ওসি।