সিলেটে খাদ্যে ভেজাল পাওয়ায় ফিজা ও স্বাদসহ ৯ প্রতিষ্টানকে জ’রিমানা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২১, ২:৫২:১৬ অপরাহ্ন
নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সিলেটে ফিজা ও স্বাদসহ ৯ টি প্রতিষ্টানকে জ’রিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
বুধবার (৩ মা’র্চ) বেলা আড়াইটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেব-৯ সিলেট।
রেব সূত্র জানায়, সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও রেব-৯’র যৌথ অ’ভিযানে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুর এলাকায় ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে ফিজা, স্বাদসহ মোট ৯টি প্রতিষ্টানকে জ’রিমানা করা হয়।
এর মধ্যে, ফিজা এন্ড কোং-কে ১০ হাজার টাকা, স্বাদ’কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসীকে ৫ হাজার টাকা, আজমীর রেস্টুরেন্ট’কে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা, মু’সলিম সুইটসকে ৩০ হাজার টাকাসহ মোট ৮৭ হাজার টাকা জ’রিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আ’দালতে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইস’লাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ, রেব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম।