সিলেটে ৭ জুয়াড়ি গ্রেপ্তার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ২:৫২:৪৩ অপরাহ্ন
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় অ’ভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে গ্রে’প্তার করেছে কোতোয়ালী মডেল থা’নার পু’লিশ। গতকাল বুধবার (৩ মা’র্চ) রাতে সোয়া ১০টার দিকে তাদের গ্রে’প্তার করা হয়।
পু’লিশ জানায়, বাগবাড়িস্থ শাহনুর মিয়ার রিকশার গ্যারেজে কতিপয় জুয়াড়ি তাস দিয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছে এমন সংবাদ পেয়ে হয়ে থা’নার ওসি এস এম আবু ফরহাদের নির্দেশে লামাবাজার পু’লিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ ওই গ্যারেজে অ’ভিযান পরিচালনা করে ৭ জন জুয়াড়িকে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় আ’ট’ক করেন।
গ্রে’প্তারকৃতরা হলো- আইনুল হক (৩৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. আব্দুল মাজেদ (৩৭), মো. গো’লাপ মিয়া (৪৬), মো. আব্দুল মালেক (৩২), চয়ন দাস (৩৩) ও মো. লাল চান মিয়া (৩৬)।
গ্রে’প্তারকৃতদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পু’লিশ।