সিলেটে একদিনে ৩ লাশ
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ২:৫১:২৮ অপরাহ্ন
একদিনে ৩ জনের অ’পমৃ’ত্যুতে আলোচনায় সিলেটের মোগলাবাজার। বৃহস্পতিবার (৪ মা’র্চ) পৃথক ঘটনায় তাদের মৃ’ত্যু হয়।
এর মধ্যে কথাকা’টাকাটির জেরে স্বামীর ঘুষিতে এক গৃহবধূর মৃ’ত্যু হয়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও ট্রলি দুর্ঘ’টনায় আরও একজন মা’রা যান।
পু’লিশ জানায়- বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সিলেটের মোগলাবাজার থা’নাধীন কুচাই এলাকার শ্রীরামপুরে স্বামীর ঘুষিতে লাকি বেগম নামে এক গৃহবধূর মৃ’ত্যু হয়। তবে ঘটনার পর বিকালে থা’নায় আত্মসম’র্পণ করেছেন স্বামী মোহাম্ম’দ সাহিদ আহম’দ (২৭)। তিনি শ্রীরামপুরে গ্রামের নুরুল মিয়ার ছে’লে।
এদিকে দুপুরে ঘটনার পর বিকালে স্বেচ্ছায় মোগলাবাজার থা’নায় হাজির হয়ে ওই গৃহবধূর স্বামী মোহাম্ম’দ সাহিদ আহম’দ জানান দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী’ লাকি বেগমকে ঘুষি মা’রলে তিনি মা’রা যান। সাহিদ আহম’দ পেশায় ফ্রীল্যান্স, অনলাইন ভিডিও এডিটর। তাদের সংসারে ৫ মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।
অ’পরদিকে মোগলাবাজার এলাকায় ছাদ ঢালাইয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’হত হত হন একই এলাকার জুবায়ের (২৮) নামের একজন। বেলা পৌনে ২ টার দিকে ঘটনাটি ঘটলে তাৎক্ষণিক তাকে উ’দ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে প্রেরণ করা হলে বিকাল ৩ টায় চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন।
এছাড়াও গতকাল বুধবার (৩ মা’র্চ) বডিরপাড়া এলাকায় ট্রলি উলটে আ’হত হন চালক পাপুল (২২)। পরে এক দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার মা’রা যায় সে। নি’হত পাপুল মোগলাবাজার এলাকার ছত্তিগড়স্থ ইলিয়াস আলীর ছে’লে।
পৃথক ঘটনায় তিন মৃ’ত্যুর খবর নিশ্চিত করেছেন মোগলাবাজার থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. শামসুদ্দোহা।