বিয়ে করতে এসে সবাইকে অ’চেতন করে সবকিছু লু’ট করল জামাই
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ২:৫১:০৬ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সবাইকে অ’চেতন করে সর্বস্ব লু’ট করেছে জামাই খাজা আহমেদ। বুধবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুরে
ফকির মোহাম্মদ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।ভু’ক্তভো’গী মো. শামীম বলেন, আমার মা, ছোট মেয়ে শামীমা আক্তার এবং বড়বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল।
হঠাৎ সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ঢুকে নে’শাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়।
পরে সবাই অ’চেতন হয়ে পড়লে ঘরে থাকা টাকা, স্ব’র্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র লু’ট করে। কিছুক্ষণ পর আমার মা টের পেলে সে মালামাল নিয়ে পা’লিয়ে যায়।
বৃহস্পতিবার এ ব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অ’ভিযোগ করেছেন। নাজমা জানান,খাজা আহমেদ চু’রির দায়ে কয়েকবার জে’লে ছিল।
হাজীগঞ্জ থানায় মা’মলার ত’দন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অ’ভিযোগ পেয়েছি। ত’দন্ত কার্যক্রম চলছে।
আরও সংবাদ= ছেলেকে বাঁচাতে গিয়ে ব’র্জ্যের ট্যাংকিতে পড়ে মা-ছেলেসহ নি’হত ৩
ময়মনসিংহের ভালুকায় কারখানার বর্জ্যের ট্যাংকিতে পড়ে মা-ছেলেসহ তিন জনের মৃ’ত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলি এলাকায় প্রভিটা ফিড কোম্পানির ব’র্জ্যের ট্যাংকির ঢাকনার ভাঙা অংশ দিয়ে বুধবার বিকেলে পড়ে যায় রোহিত বাগচি (৪) নামের এক শিশু। সে সজল বাগচির ছেলে। শিশুটিকে ব’র্জ্যের ট্যাংকিতে পড়ে গেছে দেখতে পেয়ে দৌড়ে মা রুলি বাগচি (২৭) নামেন সন্তানকে উ’দ্ধার করতে। কিন্তু তারা উঠে না আসায় নিরাপত্তাকর্মী হৃদয় মিয়া (২২) ট্যাংকিতে নামেন তাদের উদ্ধার করতে। কিন্তু কেউ উঠে না আসায় কারখানার অন্য শ্রমিকার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। এরপর ত্রিশাল ও ভালুকার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৮ টার দিকে শিশু রোহিত, তার মা রুলি ও নিরাপত্তাকর্মী হৃদয়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল।