ছাতকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ২:৫০:১৬ অপরাহ্ন
ছাতকে পঞ্চাশোর্ধ্ব এক অ’জ্ঞাতনামা ব্যক্তির লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড়ে লা’শ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থা’না পু’লিশে খবর দেয়।
দুপুরে পু’লিশ অ’জ্ঞাতনামা ওই ব্যাক্তির লা’শ উ’দ্ধার করে। থা’না পু’লিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হ’ত্যা করে লা’শ আ’গুনে পুড়ে বি’কৃত অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে । স্থানীয় লোকজন ও পু’লিশের ধারণা পরিক’ল্পিতভাবে এ লোকটিকে হ’ত্যা করে লা’শ গোপণ করার উদ্দেশ্যে নির্জন এই এলাকায় রেখে গেছে। ছাতক থা’নার ওসি নাজিমউদ্দিন লা’শ উ’দ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান লা’শের পরিচয় পাওয়া যায়নি।