কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিলের মালিককে খুঁজছে পুলিশ
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২১, ২:৩৯:০৭ অপরাহ্ন
বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে সড়কে কয়েকটি টাকার বান্ডিল পড়ে পেয়েছে শি’শু সজীব হালদার (১০)। বৃহস্পতিবার (১১ মা’র্চ) দুপুরে কুড়িয়ে পাওয়া টাকা ভাটিখানা আ’ফগা’রি দফতর সংলগ্ন সড়কে পেয়ে অ’ভিভাবকের কাছে দেয় সে। বর্তমানে ওই টাকা বরিশাল মেট্রোপলিটন পু’লিশের কাউনিয়া থা’না হেফাজতে রয়েছে। তবে সেখানে কত টাকা রয়েছে তা প্রকাশ করেনি পু’লিশ। টাকার মালিকের খোঁজ করছে পু’লিশ।
সজীব ভাটিখানা এলাকার সুবোধ হালদারের ছে’লে।
কাউনিয়া থা’নার পরিদর্শক (অ’পারেশন) লোকমান হোসেন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাগজ দিয়ে মোড়ানো টাকার বান্ডিল সড়কে পড়ে থাকতে দেখে শি’শু সজীব। সেটি হাতে তুলে নিয়ে কাগজ খোলার পর টাকার কয়েকটি বান্ডিল বের হয়ে আসে। এ সময় এক দোকানি টাকার বান্ডিল দেখে সজীবকে ডাক দেন। পরে একজন পথচারী বিষয়টি দেখে কাউনিয়া থা’না পু’লিশকে অবহিত করেন। এরপর এসআই মো. মিরাজ ঘটনাস্থলে গিয়ে ওই টাকা জ’ব্দ করে থা’নায় নিয়ে আসেন।’
কাউনিয়া থা’নার ওসি আজিমুল করিম জানান, বর্তমানে তার হেফাজতে বান্ডিলগুলো রয়েছে। টাকা পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মক’র্তাদের অবহিত করা হয়েছে। পাশাপাশি টাকার মালিককে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। যার টাকা হারিয়েছে তিনি সঠিক প্রমাণাদি দিতে পারলে ওই টাকা হস্তান্তর করা হবে। এ কারণে সেখানে কত টাকা ছিল তা গণমাধ্যমকর্মীদের জানানো হয়নি।
টাকার মালিককে পাওয়া যাবে বলে ওসি আশা প্রকাশ করেন।