দুই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২১, ২:৩৬:২৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় অ’ভিবাসন আইন ভঙ্গ করার অ’ভিযোগে দুই বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অ’ভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (১১ মা’র্চ) দুই বাংলাদেশিকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে খোঁজ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পু’লিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কা’মনা করে বি’জ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই দুই বাংলাদেশি হলেন- মুহাম্ম’দ শফিকুল ইস’লাম (৪১) পাসপোর্ট নাম্বারঃ BL0330178 ও মোহাম্ম’দ রমজান (৪৭) পাসপোর্ট নাম্বারঃ BM0803267।
বি’জ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার অ’ভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মা’মলা-মোকদ্দমা’র ক্ষেত্রে আ’দালতে বিচারের উদ্দেশে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান স’ম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সরাসরি ত’দন্তকারী অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইমিগ্রেশন (টিপিপিআই) মানব বিন পিন, অ’পারেশন ডিভিশন, ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন, মালয়েশিয়ার অ’ভিবাসন বিভাগের সদর দপ্তর, পুত্রজায়ায় ০৩-৮৮৮০১৩৮ / ১৩৩০ এই নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।