সৌদিতে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২১, ৫:১১:১৪ অপরাহ্ন
সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সং’ঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নি’হত হয়েছেন। আ’হত হয়েছেন আরও অনেকে। শনিবার (২০ মা’র্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সং’ঘর্ষের সূত্রপাত হয়। পরে রাম’দা, ছু’রি জাতীয় অ’স্ত্রশস্ত্র নিয়ে সং’ঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি। এদিকে এখন পর্যন্ত নি’হত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সৌদি আরবে বসবাসরত এবং কর্ম’রত অন্যান্য প্রবাসীরা, ভা’রতীয়, পা’কিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোনো গ্রুপ বা সংঘ গড়ে তোলে না।’
তিনি বলেন, ‘এ রকম কোনো মা’রামা’রিতেও জড়ায় না। অথচ বাংলাদেশিরা ব্যাঙের ছাতার মতো উপজে’লা ও জে’লাভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। এসব সংগঠনের কারণেই মাঝে মাঝেই তাদের মধ্যে উগ্রতা লক্ষ্য করা যায়।’
‘সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের এ সকল সং’ঘর্ষের কারণে দেশটির নাগরিকদের কাছে এবং সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’