সিলেটে নতুন আরও ৬৩ জনের করোনা শনাক্ত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২১, ২:০৬:৩৭ অপরাহ্ন
সিলেট বিভাগে নতুন করে আরও ৬৩ জনের করো’নাভাই’রাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ মা’র্চ) রাতে সিলেটের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করো’না শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জে’লার ৪১ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জে’লার ১৯ জন রয়েছেন।
শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের করো’না পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. অজিত কুমা’র জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করো’না শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জে’লার ১২ জন, মৌলভীবাজারের ১৮ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জে’লার ১ জন করে রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫ জনের করো’না শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জে’লায় ২৩ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জে’লায় ১ জন করে রয়েছেন।
সিলেট বক্ষব্যাধি হাসপাতা’লের জিন এক্সপার্ট মেশিনের সিলেট জে’লার ৪ জনের করো’না শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জে’লার আরও ২ জনের করো’না শনাক্ত হয়েছে।