গাজীপুরে যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ-গুলি, আহত ১৩
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২১, ৮:৩৩:৫০ অপরাহ্ন
গাজীপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের রাজবাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান রাজু।
ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে যুবদলের একটি মিছিল শহরে তাদের দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে দলীয় কার্যালয়ের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরা হচ্ছেন- জুবায়ের (২০), মাসুদ (৩৮) ও শামীম (৪০)।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আবদুস সালাম শামীম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দলীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি চলছিল।
তিনি বলেন, দুপুর ১টার দিকে যুবদলের একটি মিছিল শহরের রেল গেট এলাকা থেকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিনা উসকানিতে পুলিশ পেছন থেকে লাঠিচার্জ করে। একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে পুলিশ।
শামীম জানান, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আল রাজুর অবস্থা গুরুতর।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।