নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার দেশের সকল উপজেলা ও পৌর এলাকায় যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।
শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃবৃতিতে এ তথ্য জানানো হয়।
এক যৌথ বিবৃবৃতিতে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইঁয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আগামী কালের ঘোষিত কর্মসূচি সম্মিলিত ভাবে পালনের জন্য উল্লখিতি সংগঠন সমূহের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।