পুলিশ ক্যাম্পে হামলা, ২০ পুলিশ সদস্য আহত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ২:৩৭:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোদিবিরোধী বি’ক্ষোভকারীরা পু’লিশ ক্যাম্পে হা’মলা চালিয়েছে। শনিবার (২৭ মা’র্চ) বিকেল পৌনে ৫টার দিকে উপজে’লার অরুয়াইল বাজার এলাকায় পু’লিশ ক্যাম্পে এ হা’মলার ঘটনা ঘটে।
এতে সরাইল থা’নার পরিদর্শক (ত’দন্ত) কবির হোসেনসহ ২০ পু’লিশ সদস্য আ’হত হওয়ার খবর পাওয়া গেছে।
পু’লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অরুয়াইল বাজার এলাকায় কয়েক হাজার মানুষ ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বি’ক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বি’ক্ষোভকারীরা মা’রমুখী হয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদে স্থাপিত পু’লিশ ক্যাম্পে অ’তর্কিত হা’মলা চালায়। এ সময় ক্যাম্পে অবস্থানরত জে’লা পু’লিশ ও এপিবিএন পু’লিশ সদস্যদের ওপর হা’মলা করে বি’ক্ষোভকারীরা। পু’লিশ ক্যাম্পের গেট লাগিয়ে দিলে বি’ক্ষোভকারীরা ইটপাট’কেল ছুড়তে শুরু করে। এসময় সরাইল থা’নার পরিদর্শক (ত’দন্ত) কবির হোসেনসহ ২০ পু’লিশ সদস্য আ’হত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু’লিশ শর্টগানের গু’লি ও কাঁদানে গ্যাস ছুড়ে।
এ ব্যাপারে সরাইল থা’নার পরিদর্শক (ত’দন্ত) কবির হোসেন পু’লিশ ক্যাম্পে হা’মলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজে বলেন, অরুয়াইল বাজারে তারা বি’ক্ষোভ করছিল। হঠাৎ বি’ক্ষোভকারীরা আমাদের ওপর ও ক্যাম্পে হা’মলা চালায়।
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পু’লিশ ১২ রাউন্ড কাঁদানেগ্যাস ও ৩৮ রাউন্ড শর্টগানের বুলেট ছুড়লে বি’ক্ষোভকারীরা পিছু হটতে থাকে। এই হা’মলা পরিক’ল্পিত। পরিকল্পনাকারীদের বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’