ইরানে গত ডিসেম্বরের পর সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো করোনার সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম মঙ্গলবার এতথ্য জানিয়েছে।
গত একদিনে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ডিসেম্বরের পর থেকে সেখানে এত বেশি মানুষের শরীরে এই ভাইরাস আর শনাক্ত হয়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ হাজার ৬শ’র বেশি মানুষের।
মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে ইরান একটি। হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়ছে দেশটিতে। বাড়ছে মৃতের সংখ্যাও।