সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২১, ১২:৩৪:১৫ অপরাহ্ন
শেরপুরের শ্রীবরদীর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (৩১ মা’র্চ) দুপুরে সীমান্তবর্তী উপজে’লা ১নং সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।
ওই যুবক সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার মো: হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছে’লে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫)।
ওই যুবকের পিতা হারুন মিয়া জানান, ৩১ মা’র্চ বুধবার সকালে আমা’র ছে’লে কয়েকজন দিন মজুরকে নিয়ে ভা’রতীয় সীমান্তে কাকরলের সবজি ক্ষেতে কাজ করছিল। হঠাৎ বিএসএফ এসে আমা’র ছে’লেকে আ’ট’ক করে নিয়ে গেছে। পরবর্তীতে আম’রা বিজিবিকে সংবাদ দিলে তাহারা বিএসএফ এর সাথে কথা বলে কিন্তু আমা’র ছে’লেকে তারা ফেরত দেয়নি।
বিএসএফ কেন আ’ট’ক করেছে এমন প্রশ্নে হারুন মিয়া জানান, কে বা কাহারা সীমান্তের তার কা’টা কে’টে ফেলেছে। এখন আমা’র ছে’লেকে আ’ট’ক করে নিয়ে গেছে।
এ ব্যাপারে শ্রীবরদী থা’নার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, আম’রা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।