ঢাকার একটি মাদ্রাসায় তল্লাশি, শতাধিক চাকু উদ্ধার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২১, ১০:২০:১৫ অপরাহ্ন
রাজধানী ঢাকার চকবাজার এলাকার ইস’লামবাগে একটি মাদ্রাসায় তল্লা’শি চালিয়ে শতাধিক চাকু উ’দ্ধারের কথা জানিয়েছে পু’লিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পু’লিশের লালবাগ বিভাগের অ’তিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ইস’লামবাগের জামেয়া ইস’লামিয়া মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অ’ভিযান শুরু হয়। সেখান থেকে শতাধিক চাকু উ’দ্ধার করা হয়েছে। তবে সেগুলো কোরবানির ঈদের সময় তারা ব্যবহার করে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।