সিলেটে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২১, ৩:০১:১৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় একই সাথে স্বামী-স্ত্রী’ মা’রা গেছেন। শনিবার (৪ এপ্রিল) দক্ষিণ সুরমা’র ছনুপাড়া লক্ষিপাশা গ্রামে হাজী আব্দুস শুকুর ও তার স্ত্রী’ একই সাথে সকাল ৯টায় মা’রা যান।
তারা দুজনই নগরীর একটি হাসপাতা’লে লাইফ সা’পোর্টে ছিলেন। ডায়বেটিস, কিডনী ও হার্টে সমস্যা, নিউমোনিয়া সহ বার্ধক্য জনিত রোগে আ’ক্রান্ত ছিলেন তারা।
হাজী আব্দুশ শুকুরের পুত্র জাকির আহম’দ বলেন, ‘আমা’র আম্মা ও আব্বা আজ ৯টার দিকে মা’রা গেছেন। আমা’র আব্বার কিডনীর সমস্যার কারণে ডায়বেটিস হাসাতা’লে ভর্তি করি। পরে আব্বার হার্টে সমস্যা দেখা দিলে নগরীর একটি হাসপাতা’লে লাইফ সা’পোর্টে নেওয়া হয়। ডায়বেটিস, হার্টে সমস্যা, জ¦র থেকে নিউমোনিয়ার কারনে আব্বার পাশের বেডেই আমা’র আম্মাকে লাইফ সা’পোর্টে ভর্তি করি। দুজনই একই সাথে আজ মা’রা যান।