যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ১২:১৭:৪১ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি বাড়ির ভেতর ব’ন্দুকধারীর হা’মলায় তিনজন নি’হত হয়েছেন। শুক্রবার (০২ এপ্রিল) রাতের ওই ঘটনায় আ’হত হয়েছেন অন্তত চারজন।
পু’লিশ জানায়, পারিবারিক অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে ঢুকে অ’তর্কিত হা’মলা চালায় ব’ন্দুকধারী। এরপরই পালিয়ে যান তিনি। হা’মলাকারীকে ধরতে অ’ভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হা’মলার কারণ স’ম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আ’হতদের স্থানীয় হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে, মা’র্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গাড়ি নিয়ে হা’মলা চালায় এক ব্যক্তি। এতে নি’হত হন এক পু’লিশ কর্মক’র্তা।