যুক্তরাজ্যের মাঠে দর্শক প্রবেশে অনুমতি
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৯:১৬:১৮ অপরাহ্ন
গেল বছর ডিসেম্বরের পর আবারও যু’ক্তরাজ্যের মাঠে ফিরছে দর্শক। ১৮ এপ্রিল লেস্টার সিটি ও সাউদাম্পটনের ম্যাচ দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরবে দর্শক। স্টেডিয়ামে সীমিত পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আর তাই ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা দেখতে বর্তমানে দেশটিতে ভিড় করছে ফুটবলপ্রিয় দর্শক।
বিশ্বব্যাপী বেড়ে চলেছে করো’না সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃ’ত্যুর মিছিল। ভ্যাকসিন আবিষ্কার হলেও, ভাই’রাসটি তার রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। ফলে ভ্যাকসিনেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। ঝুঁ’কি রয়েই যাচ্ছে।
যু’ক্তরাজ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও, বর্তমান করো’না পরিস্থিতি মোটামুটি আয়ত্তে এনেছে দেশটির সরকার। তাইতো দেশটির সরকার ঘোষণা করেছে, স্টেডিয়ামগুলোতে সীমিত আকারে দর্শক প্রবেশ করতে পারবে।
যু’ক্তরাজ্য সরকারের এমন ঘোষণার পর এখন দেশটিতে ফুটবলে বড় ম্যাচগুলো ঘিরে টান টান উত্তে’জনা বিরাজ করছে দর্শকদের মাঝে। অন্য দেশ থেকেও অনেকে পাড়ি জমিয়েছেন খেলা দেখতে।
ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ এপ্রিল এই ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। যে ম্যাচে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। আর ১৫ মে ২১ হাজার দর্শক স্টেডিয়ামে বসে দেখতে পারবেন এফএ কাপের ফাইনাল।
গেল ডিসেম্বরের পর ১৮ এপ্রিল লেস্টার সিটি ও সাউদাম্পটনের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে দর্শক। সীমিত পরিসরে দর্শক প্রবেশ করলেও স্টেডিয়ামে খেলা চলাকালীন করো’না সংক্রমণ কতটুকু ঠেকানো যাবে, সেটিই এখন দেখার বিষয়।