যু’ক্তরাষ্ট্রে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ১২:৫৮:৪৫ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ১৯ এপ্রিল থেকে ১৮ বছর বয়সীদের করো’নার ভ্যাকসিন দেওয়া হবে। মঙ্গলবার দেশটির ভা’র্জিনিয়া অঙ্গরাজ্যের একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি।
এর আগে অবশ্য দেশটির সরকার ১ মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে সেটি এগিয়ে আনার কথা জানায় প্রেসিডেন্ট।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেছেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। টিকা নেওয়ার বিষয়টি আম’রা আরও সহ’জ করতে চাচ্ছি। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৫ কোটি ডোজ টিকা দিয়েছে যু’ক্তরাষ্ট্র। এছাড়া প্রথম দেশ হিসেবে ৬ কোটি ২০ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।’
বাইডেনের এই ঘোষণার কারণে বয়সের ভিত্তিতে টিকা দেওয়ার কর্মসূচির সমাপ্তি ঘটবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক সব মা’র্কিন নাগরিক টিকার আওতায় চলে আসবে। তবে তার অর্থ এই নয়, যেকেউ এখন চাইলেই তৎক্ষণাৎ টিকা নিতে পারবে। কারণ, টিকা সরবরাহের ব্যবস্থা পরিপূর্ণভাবে গড়ে তোলার কাজ এখনো চলছে। সূত্র: এএফপি