ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে বেড়েছে আক্রান্তে সংখ্যা
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১২:৫৭:০৭ অপরাহ্ন
এক কোটি ডোজ করো’নার ভ্যাকসিন প্রয়োগের মাইলফলক স্প’র্শ করেছে ফ্রান্স। এরপরই দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা কার্যক্রমের গতি আরো বাড়ানোর লক্ষ্যে স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে আরো বুথ স্থাপন করা হবে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় এক কোটি ডোজ করো’নার ভ্যাকসিন প্রয়োগের মাইলফলক স্প’র্শ করেছে ফ্রান্স যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ মানুষ। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৪ লাখের কাছাকাছি মানুষ। দেশটির সরকার আগেই ঘোষণা করেছিল করোনোর ভ্যাকসিন কার্যক্রমের গতি আরো বাড়ানো হবে এ মাস থেকে। টিকা কার্যক্রমের গতি আরো বাড়ানোর লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে আরো বুথ খোলা হয়েছে।
এদিকে ফ্রান্সজুড়ে মাসব্যাপী লকডাউনের প্রথম সপ্তাহ অ’তিক্রমের পর করো’না পরিস্থিতির কিছুটা উন্নতির চিত্র লক্ষ করা গেছে।
তবে বাংলাদেশ কমিউনিটিতে এখনো প্রতিদিনই আ’ক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এক বাংলাদেশি জানান, বাংলাদেশ কমিউনিটিতে আ’ক্রান্তের সংখ্যা অনেক। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আরেক বাংলাদেশি প্রবাসী।
দেশটিতে লকডাউন ও কারফিউ যেন সাধারণ মানুষ মানেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।