রাশিয়ার কাছে হা’রানো পতাকা ফেরত আনতে আ’দালতে তুর্কি নাগরিক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১০:২৪:৩২ অপরাহ্ন
প্রথ্ম বিশ্বযু’দ্ধে তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এরজুরুমে রাশিয়ার আগ্রাসনের সময় রুশ বাহিনীর কাছে হা’রানো তৎকালীন উসমানিয়া সাম্রাজ্যের ১০টি সাম’রিক পতাকা ফেরত আনতে আ’দালতের দারস্থ হয়েছেন এক তুর্কি নাগরিক। গত বৃহস্পতিবার তুরস্কের আ’দালতে রাশিয়া থেকে এই পতাকাগুলো ফেরত আনার জন্য আবেদন করেন সৌখিন ঐতিহাসিক ও লেখক উমিদ তোপাল।
ওই আবেদনের আর্জিতে বলা হয়, ১৯১৬ সালে রুশ বাহিনীর কাছে হা’রানো এই পতাকা তুর্কি জাতির ‘সম্মানের’ প্রতিনিধিত্ব করে এবং তা অবশ্যই ফিরিয়ে আনতে হবে।
প্রথম বিশ্বযু’দ্ধের সময়ে তৎকালীন উসমানিয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় এরজুরুম প্রদেশে ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে হা’মলা করে রাশিয়া। র’ক্তক্ষয়ী এক যু’দ্ধের পর রুশ বাহিনী এরজুরুম তদখন করে নেয়। এই যু’দ্ধে উসমানিয়া সে’নাবাহিনীর প্রায় ১০ হাজার সৈন্য নি’হত হয়।