হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ১০:৪৬:০৫ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজে’লায় গণপি’টুনিতে দুই যুবক নি’হত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নি’হত দৃই যুবককে ডাতাত স’ন্দেহে গণপি’টুনি দেয়া হয়। রোববার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
তার নাম হলো হু’মায়ুন মিয়া (৪০)। তিনি মাধবপুর উপজে’লা পুড়াইখোলা এলাকার বাসিন্দা।
লাখাই থা’নার ওসি সায়েদুল ইস’লাম জানান, শনিবার রাতে একদল ডা’কাত উপজে’লার গুনিপুর গ্রামে আসে। বিষয়টি গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় দুজনকে আ’ট’ক করে গণপি’টুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃ’ত্যু হয়।
নি’হতদের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে। এ বিষয়ে ত’দন্ত চলছে বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, শনিবার (১০ এপ্রিল) রাতে একদল ডা’কাত উপজে’লার গুনিপুর গ্রামে ডা’কাতি করতে যায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে দুইজনকে আ’ট’ক করে গণপি’টুনি দেয়।