করোনায় সৌদিতে ১২২৮ বাংলাদেশির মৃত্যু
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৩:০৭:৩৯ অপরাহ্ন
করো’নাভাই’রাসের সংক্রমণে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি নাগরিক মা’রা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই করো’নায় সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃ’ত্যু হয়েছে। এই মৃ’তের সংখ্যা ১২২৮ জন।
এদিকে যু’ক্তরাষ্ট্র থেকে প্রায় প্রতিদিন প্রবাসী বাংলাদেশিদের মৃ’ত্যুর খবর আসে। তবে গত বছরের মাঝামাঝি থেকে প্রবাসীদের মৃ’ত্যুর হিসাবে যু’ক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
দেশটিতে গত বছরের মা’র্চ থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত ১৩ মাসে মা’রা গেছেন ১ হাজার ২২৮ জন বাংলাদেশি। শুধু তাই নয় এখন পর্যন্ত সৌদি আরবসহ বিশ্বের ২৩টি দেশে ২ হাজার ৭২৯ জন প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে করো’নায়।
দেশের বাইরে করো’নায় আ’ক্রান্ত হয়ে প্রথম কোনো বাংলাদেশির মৃ’ত্যুর খবর (যু’ক্তরাষ্ট্র থেকে) পাওয়া যায় গত বছরের ১৮ মা’র্চ। কাকতালীয়ভাবে ওই দিনই বাংলাদেশেও প্রথম কারও মৃ’ত্যুর তথ্য প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, করো’নার সংক্রমণে যু’ক্তরাষ্ট্রে ৪৪৫, যু’ক্তরাজ্যে ৪১২, ইতালিতে ৩৫, দক্ষিণ আফ্রিকায় ৩০, লেবাননে ১৫, কানাডায় ৯, সুইডেনে ৮, ফ্রান্স ও স্পেনে ৭ জন করে, বেলজিয়ামে ৩, পর্তুগালে ২ এবং ভা’রত, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মোট ৯৭৮ জন বাংলাদেশি মা’রা গেছেন করো’নায়।