যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ১
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ১:০৯:০৪ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্রের একটি স্কুলে গো’লাগু’লির ঘটনায় একজন নি’হত হয়েছে। ওই ঘটনায় এক পু’লিশ সদস্যও আ’হত হয়েছেন। স্থানীয় সময় সোমবার টেনেসি অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে গো’লাগু’লির ঘটনা ঘটেছে বলে পু’লিশ নিশ্চিত করেছে।
নক্সভিলে শহরের পু’লিশ এক টুইট বার্তায় জানিয়েছে, অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে গো’লাগু’লিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এরপরেই স্থানীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয় যে, আ’হত একজনের মৃ’ত্যু হয়েছে।
নক্সভিলে পু’লিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এক ব্যক্তি সম্ভবত অ’স্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করেছিল। হা’মলার খবর জানার পর পরই সেখানে পৌঁছান কর্মক’র্তারা।
এক বিবৃতিতে জানানো হয়েছে, এক কর্মক’র্তা গু’লিবিদ্ধ হওয়ার পর তাকে ইউটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলেই এক ব্যক্তিকে মৃ’ত ঘোষণা করা হয়। এছাড়া আরও ত’দন্তের জন্য অ’পর এক ব্যক্তিকে আ’ট’ক করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আর কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
নক্স কাউন্টি স্কুলের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, পুরো স্কুলে নিরাপত্তা জো’রদার করা হয়েছে। যেসব শিক্ষার্থী এই ঘটনার জন্য জ’ড়িত নয় পরিবারের লোকজনের সঙ্গে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
নক্সভিলের মেয়র ইন্ডা কিনক্যানোন হাসপাতা’লে আ’হত পু’লিশ কর্মক’র্তাকে দেখতে গেছেন। তিনি জানিয়েছেন, ওই কর্মক’র্তার জ্ঞান ফিরেছেন এবং তিনি ভালো আছেন।
মেয়র ইন্ডা বলেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্কুলের শিক্ষার্থী এবং স্টাফদের রক্ষা করার জন্য তিনি যেভাবে নিজের জীবনের ঝুঁ’কি নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।