সুনামগঞ্জে প্রেমিকা দেখা না করায় যুবকের আত্মহত্যা!
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ১:৫৭:১৬ অপরাহ্ন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রে’মিকার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পারায় অ’ভিমানে গলায় ফাঁ’স দিয়ে যুবকের আত্মহ’ত্যার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় জগন্নাথপুর থা’না পু’লিশ জয়দা গ্রামের মৃ’ত সানুর মিয়ার মে’য়ে প্রে’মিকা শারমীন বেগম (১৯) ও তাঁর চাচা শাহীনুর মিয়া (৩৮) কে স’ন্দেহ’জনকভাবে গ্রে’প্তার করে শুক্রবার সুনামগঞ্জ জে’ল হাজতে পাঠায়। আর যুবকের লা’শ ময়না ত’দন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে পু’লিশ।
পু’লিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কোনারাই গ্রামের আব্দুল করিমের ছে’লে সিদ্দিক আলী (২৫) এর সাথে জয়দা গ্রামের মৃ’ত সানুর মিয়ার মে’য়ে শারমীন বেগম (১৯) এর প্রে’মের স’ম্পর্ক চলছিল। এক পর্যায়ে প্রে’মিকার পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রে’মিক যুবক বৃহস্পতিবার বিকেলে প্রে’মিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। সেখানে এসে দেখা করতে না পেরে গ্রামের এক যু’ক্তরাজ্য প্রবাসীর পরিত্যক্ত বাড়িতে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহ’ত্যা করে। পরে খবর পেয়ে জগন্নাথপুর থা’না পু’লিশ লা’শ উ’দ্ধার করে।
জগন্নাথপুর থা’নার উপ-পরিদর্শক রাজিব রহমান বলেন, প্রে’মঘটিত কারণে ওই যুবক আত্মহ’ত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আম’রা লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের পর আজ শুক্রবার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করেছি। এ ঘটনায় স’ন্দেহ’জনকভাবে আ’ট’ককৃত দুইজনকে জে’ল হাজতে পাঠানো হয়েছে।