বিদ্যুৎকেন্দ্রে পু’লিশের সঙ্গে সং’ঘর্ষে নি’হতের সংখ্যা বেড়ে ৫
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২১, ২:২৬:১৫ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পু’লিশের সঙ্গে শ্রমিকদের সং’ঘর্ষে অন্তত পাঁচজন নি’হত হয়েছেন। আ’হত হয়েছেন কমপক্ষে ১১ জন।
গণ্ডামা’রা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় বিদ্যুৎকেন্দ্রটিতে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি-ত’দন্ত) আজিজুল ইস’লাম।
তিনি জানান, বকেয়া বেতন পরিশোধসহ চার দফা দাবিতে শ্রমিকরা আ’ন্দোলন করছিলেন। সেখান থেকেই সং’ঘর্ষের সূত্রপাত।
উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মক’র্তা শফিউর রহমান মজুম’দার জানান, সং’ঘর্ষে আ’হত কয়েকজনকে সকালে হাসপাতা’লে আনা হয়। সেখানে গু’লিবিদ্ধ চারজনকে মৃ’ত অবস্থায় পাওয়া যায়।
আ’হত ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতা’লে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিক্যালের পু’লিশ ফাঁড়ির পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সেখানে আরও এক শ্রমিকের মৃ’ত্যু হয়।
নি’হত ব্যক্তিরা হলেন, আহম’দ রেজা, রনি হোসেন, মো. শুভ, মো. রাহাত ও মো. রায়হান।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজজনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।