সিলেটে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নেতার মৃত্যু
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ১:১২:৩২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘ’টনায় গো’লাপগঞ্জের আফছার আহম’দ রেনু (৩৬) নামের এক ব্যক্তি নি’হত হয়েছেন।
রোববার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোয়াইনঘাট উপজে’লার সিলেট-তামাবিল সড়কে দুর্ঘ’টনায় তিনি মা’রা যান।
নি’হত আফছার আহম’দ রেনু উপজে’লার লক্ষণাবন্দ উপজে’লার দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের মৃ’ত আব্দুর রহমানের ছে’লে। পেশায় অটোরিকশা চালক রেনু উপজে’লার পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এছড়াও তিনি স্থানীয় বাজারে সবজি ব্যবসার সাথে জ’ড়িত ছিলেন।
জানা যায়, আফছার আহম’দ রোববার ভোরে নিজের কাঁচামাল ব্যবসার জন্য পণ্য কিনতে জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সিলেট-তামাবিল সড়কে অন্য একটি অটোরিকশায় করে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় আফছার আহম’দকে সিলেট ওসমানী হাসপাতা’লে নেওয়ার পথে মৃ’ত্যু হয়।
পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সভাপতি কয়েছ আহম’দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে গোয়াইনঘাটে সড়ক দুর্ঘ’টনায় আফছার আহম’দ রেনু মা’রা গেছেন। তিনি ব্যবসার জন্য কাঁচামাল আনতে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।