করোনায় সব রেকর্ড ভেঙ্গে ১১২ জনের মৃত্যু
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৫:৪০:১৭ অপরাহ্ন
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।
এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৯৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জনের। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৫২ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।