মা’র্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে হ’ত্যার হু’মকি, নার্স গ্রে’প্তার
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ২:৪৫:৩৭ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (৫৬) হত্য্যার হু’মকি দেয়ার অ’ভিযোগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির এক নার্সকে গ্রে’প্তার করেছে পু’লিশ। যু’ক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিভিয়ান পেটিট ফেল্পস (৩৯) নামে ওই নার্সকে শনিবার গ্রে’প্তারের কথা জানায়।
সম্প্রতি এক ভিডিওতে কমলা হ্যারিসকে সরাসরি হ’ত্যার হু’মকি দিয়েছেন নিভিয়ান। ভিডিওতে তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি ম’রতে যাচ্ছ। তোমা’র দিন গোনা শুরু হয়ে গেছে। তোমাকে হ’ত্যার জন্য আমাকে ৫৩ হাজার ডলার দেয়া হয়েছে এবং আমি কাজটি করতে যাচ্ছি।
এর আগে নিভিয়ান তার কারাবন্দী স্বামীকে ভিডিওবার্তা পাঠান। সেখানেও তাকে জো বাইডেন ও কমলা হ্যারিসের বি’রুদ্ধে বিষোদগার করতে দেখা গেছে।
গত ফেব্রুয়ারি মাস থেকে ওই নার্স কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণাত্মক ভিডিওবার্তা প্রকাশ করতে থাকেন। এমনকি এক ছবিতে তার হাতে অ’স্ত্রও দেখা গেছে। গ্রে’প্তারকৃত নিভিয়ানের বি’রুদ্ধে সন্ত্রাসবাদের অ’ভিযোগ আনা দায়ের করা হয়েছে।