করোনায় ইতালিতে মৃত্যু, শ্রীমঙ্গলে দাফন
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ১:১০:০৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট আবাসিক এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী এরশাদ মিয়া গত ২৪ মা’র্চ ইতালিতে করো’নায় মৃ’ত্যু হয়েছেন।
সোমবার দেশে আসলে ওই দিন রাত ১২টায় জানাজা শেষে পৌর শহরের কালিঘাট রোডস্থ কবরস্থানে তার দাফন-কাফন সম্পন্ন করে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইস’লামি সোসাইটি। ইতালিতে এরশাদ মিয়া সহপরিবার বসবাস করতেন।
শেখ বোরহান উদ্দিন (রহ.) ইস’লামি সোসাইটির সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, ইতালিতে মৃ’ত্যুর পর শুধু তার লা’শটাই দেশে এসেছে। পরিবারের অন্য কোনো সদস্য আসেননি।
লা’শ দেশে আসার পর নি’হতের পরিবার দাফন কাফনের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে রাত ১২টায় থেকে ৩টা পর্যন্ত এই দাফন কাজ সম্পন্ন করি।