বাশখালিতে গুলিবিদ্ধ হয়ে শ্রীমঙ্গলের তরুনের মৃত্যু
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ১২:০১:৩৯ অপরাহ্ন
বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের আ’ন্দোলনে পু’লিশের গু’লিতে আ’হত আরেক শ্রমিক মা’রা গেছেন।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতা’লের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মা’রা যান। নি’হত শ্রমিকের নাম শিমুল আহমেদ। তিনি সিলেট মৌলভীবাজার জে’লার শ্রীমঙ্গল এলাকার আব্দুল মালেকের ছে’লে। এ নিয়ে এ ঘটনায় ছয় শ্রমিক নি’হত হয়েছেন।
চ’মেক হাসপাতাল পু’লিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, কোম’রের নিচে গু’লি লেগেছিল শিমুলের। পরে তিনি চ’মেকের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার ম’রদেহ হাসপাতা’লের ম’র্গে রাখা হয়েছে।
গত শনিবার সকালে বকেয়া বেতনসহ চার দফা দাবিতে বি’ক্ষোভ করার সময় পু’লিশের গু’লিতে পাঁচ শ্রমিক নি’হত হন। ওইদিন ১৭ জন গু’লিবিদ্ধসহ আরও ৫০ জন আ’হত হয়েছেন। আ’হতদের অনেককে চ’মেক হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি এস আলম গ্রুপের এসএস পাওয়ার লিমিটেডের সঙ্গে ও চীনা প্রতিষ্ঠান সেপকো ও এইচটিজির মধ্যে চুক্তি হয়। ২০১৭ সাল থেকে গণ্ডমা’রা এলাকায় প্রায় ছয় শ একর জমিতে আড়াই শ কোটি ডলার ব্যয়ে এটির নির্মাণকাজ শুরু হয়। চুক্তি হওয়ার পর থেকেই গ্রামবাসীদের একটি পক্ষ এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেন পরিবেশ দূষিত হওয়ার কথা বলে। আরেকপক্ষ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষ নেয়।
এর জেরে ২০১৬ সালের এপ্রিলে দুই পক্ষের সং’ঘর্ষ হয়। তখন নি’হত হন চার গ্রামবাসী। আ’হত হয় পু’লিশসহ অন্তত ১৯ জন। এ ঘটনার পাঁচ বছর পর ফের হতাহতের ঘটনা ঘটলো বিদ্যুৎকেন্দ্র এলাকায়।