করোনা চিকিৎসায় ওসমানীতে চালু হলো ৮টি আইসিইউ বেড
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ১:১১:০২ অপরাহ্ন
সিলেটে করো’না আ’ক্রান্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন একমাত্র কোভিড ডেডিকে’টেড ‘শহীদ শামসুদ্দিন আহম’দ হাসপাতাল’ কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ ধরে ১০০ শয্যার হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ। আইসিইউ বেডের জন্য চলছে হাহাকার।এমতাবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতা’লে চালু হয়েছে ৮টি আইসিইউ বেড।
এছাড়া ওসমানী হাসপাতা’লে ২শ’ বেডের করো’না আইসোলেশন সেন্টার চালু হচ্ছে, অনুমোদন মিলেছে আরও ১০টি আইসিইউ বেড চালুর।
হাসপাতা’লের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ‘ওসমানীতে আগে থেকেই করো’না রোগীদের জন্য পৃথক ইউনিট করে চিকিৎসা’সেবা প্রদান করা হচ্ছিল। তবে রোগী কমে যাওয়াতে মাঝখানে আ’ক্রান্ত ও স’ন্দেহভাজন রোগী ভর্তি বন্ধ করা হয়েছিল। বর্তমানে করো’না শনাক্তের হার বেড়ে যাওয়াতে ফের হাসপাতা’লের দু’টি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ৮টি আইসিইউ বেডে করো’না আ’ক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত রাখা হয়েছে।’
তিনি জানান, বর্তমানে আইসিইউ বেডে ৫ জন করো’না রোগী ভর্তি আছেন। পাশাপাশি স’ন্দেহভাজন ৪০ জন, করো’নায় আ’ক্রান্ত ৮ জন করো’না ইউনিটে ভর্তি আছেন। শিগগিরই এ হাসপাতা’লে ২শ’ বেডের পৃথক করো’না আইসোলেশন সেন্টার চালু হচ্ছে, সেখানে আরও ১০টি আইসিইউ বেড স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এদিকে ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহম’দ হাসপাতা’লে ৮৪টি সাধারণ বেড ও ১৬টি আইসিইউ বেড রয়েছে। ১৬ আইসিইউ বেডের মধ্যে ১৪টিতে রোগী ভর্তি করা হয়, আর দুই বেড ডায়ালাইসিস এর জন্য ফাঁকা রাখা হয়। বর্তমানে সবকটি আইসিইউ বেডে করো’না আ’ক্রান্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতা’লের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র।