যু’ক্তরাষ্ট্র মিশিগান বাংলা টাউনে গু’লিতে এক ব্যক্তি নি’হত
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১:৪৭:৫৩ অপরাহ্ন
শনিবার বিকেলে শহরের বাংলা টাউনে গু’লিতে এক ব্যক্তি নি’হত হয়েছেন। পু’লিশ এই ঘটনার ত’দন্ত করছে। কোন্যান্ট এবং কমোর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
একজন স’ন্দেহভাজন গাড়ি থেকে নেমে লোকটিকে একাধিক গু’লি করে পালিয়ে যায়। সম্ভবত স’ন্দেহভাজন হালকা রঙের গাড়ি চালাচ্ছিল। তাৎক্ষণিকভাবে ঘটনার ব্যাপারে বিস্তারিত বিবরণ জানা সম্ভব হয়নি। সাম্প্রতিককালে শহরে নানা ধরণের অ’প’রাধ প্রবণতা বেড়েছে।
এ কারণে বাংলা ভাষাভাষি অধ্যুষিত এই শহরের কমিউনিটির লোকজন চলাফেরায় স্বাচ্ছন্দ বোধ করছেন না।