যুক্তরাষ্ট্রে আবারো সহিংসতার শিকার এক এশিয়ান নাগরিক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১২:১৮:৪৯ অপরাহ্ন
যু’ক্তরাষ্ট্রে আবারও সহিং’সতার শিকার এক এশিয়ান আ’মেরিকান। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৩ এপ্রিল) নিউইয়র্কে ৬১ বছর বয়সী এক চীনা আ’মেরিকানের ওপর হা’মলা চালায় অ’জ্ঞাত এক যুবক।
পু’লিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৮টার দিকে ওই ব্যক্তি নিউইয়র্ক শহরের পূর্ব হারলেম এলাকায় ক্যানের বোতল সংগ্রহ করছিল। এ সময় এক ব্যক্তি পেছন থেকে লাথি দিয়ে ফেলে দেয় তাকে। মাটিতে পড়ে গেলে তার মা’থায় একের পর এক এক লাথি মা’রতে থাকে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতা’লে ভর্তি করে পু’লিশ।
বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। হা’মলার ঘটনায় মা’মলা করেছে পু’লিশ।
এদিকে, সিসিটিভি ফুটেজ দেখে হা’মলাকারী শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় নিউইয়র্ক পু’লিশ। এশিয়ান বিদ্বেষ থেকেই এ হা’মলা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।