সিলেটে পিকআপভর্তি ভারতীয় এনার্জি ড্রিংক আটক
নিউজ টাইমস ২১ ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ১২:২১:৫৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে অ’ভিযান চালিয়ে একটি ডিআই পিকআপসহ ১০৩২ পিস ‘রেড বুল ক্যান’ আ’ট’ক করেছে জে’লা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৬ এপ্রিল) ভোর পাঁচ টায় জে’লা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পু’লিশের একটি বিশেষ টিম অ’ভিযান চালিয়ে উপজে’লার লামাকুটাপাড়া মাদ্রাসার সামনে থেকে ভা’রতীয় এসব পণ্য আ’ট’ক করে।
পু’লিশ জানায়, প্রথমে জৈন্তাপুর থা’নাধীন সিলেট-তামাবিল সড়কের চিকনাগুল এলাকা ভা’রতীয় চো’রাচালান পণ্যবাহী একটি পিকআপকে থামানোর চেষ্টা চালায়। পু’লিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চো’রাকারবারিরা দ্রুত পিকাপ ইউ টার্ন নিয়ে হরিপুর বাজার হয়ে বাঘের সড়কের দিকে পালানোর চেষ্টা করে। পু’লিশও তাদের পিছে ধাওয়া করে। এক পর্যায়ে চো’রাকারবারিরা গোয়াইনঘাট থা’নাধীন লামাকুটাপাড়া মাদ্রাসার সামনে ভা’রতীয় পণ্যবাহী পিকআপ গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে পু’লিশ উপস্থিত লোকজনের সামনে পিকআপ তল্লা’শী করে অ’বৈধ পথে আনা ১০৩২ পিস ভা’রতীয় রেড বুল ক্যানসহ পিকাপ গাড়িটি উ’দ্ধার করে জ’ব্দ করে। উ’দ্ধারকৃত রেড বুলের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া জ’ব্দকৃত পিকাপের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
এ ঘটনায় জে’লা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বি’রুদ্ধে গোয়াইনঘাট থা’নায় বিশেষ ক্ষমতা আইনে মা’মলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অ’তিরিক্ত পু’লিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পু’লিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত পথে চো’রাচালান বন্ধে নিয়মিত অ’ভিযান অব্যাহত রেখেছে ডিবি। এরই ধারাবাহিকতায় আজ ভোরে বিপুল পরিমান রেড বুল সহ একটি পিকআপ আ’ট’ক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রে’প্তার করতে অ’ভিযান অব্যাহত রেখেছে ডিবি।